Home » ইতালিতে বেতন কত | ইতালিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন
italite kajer dhoron vedey beton talika

ইতালিতে বেতন কত | ইতালিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন

পশ্চিম ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। ইতালিতে বেকারত্বের হার খুবই কম। একই সাথে কাজের চাহিদার তুলনায় কাজ করতে আগ্রহী মানুষের সংখ্যাও খুব কম।

তাই প্রতি বছর বাইরে থেকে অসংখ্য লোক এখানে কাজের উদ্দেশ্যে আসে। ইতালিতে কাজের ধরন ভেদে সর্বনিম্ন ৯০০ ইউরো থেকে ১৫০০ ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায়। বড় শহরগুলোতে বেতনের পরিমাণ বেশি হয়ে থাকে।

এছাড়াও ইতালিতে দক্ষ ও পরিশ্রমী লোকের প্রচুর চাহিদা রয়েছে। তাই কাজের দক্ষতা ও ওভারটাইমের ওপর নির্ভর করে সাধারণ বেতন কাঠামো থেকেও অনেক বেশি উপার্জনের সুযোগ রয়েছে।

ইতালি সর্বনিম্ন বেতন কত:

ইতালিতে কাজের ধরন ও অঞ্চল ও অভিজ্ঞতাভেদে সর্বনিম্ন বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারণ ইতালি সরকার জাতীয়ভাবে কোনো কাজের সর্বনিম্ন বা সর্বোচ্চ বেতন নির্ধারণ করে না।

তাই CBAs (Collective Bargaining Agreements) অনুসারে কাজের ক্ষেত্র ও পেশাভেদে বেতন নির্ধারণ করা হয়ে থাকে।

যেমন, কৃষিখাতে মাসিক সর্বনিম্ন বেতন ৮০০ ইউরো, খাদ্য ও পানীয় খাতে মাসিক সর্বনিম্ন বেতন ১০০০ ইউরো এবং শিল্পখাতে মাসিক বেতন সর্বনিম্ন ১২০০ ইউরোর আশেপাশে হয়ে থাকে।

এছাড়া, বড় প্রতিষ্ঠানগুলো বেশি এবং ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম বেতন প্রদান করে থাকে।

ইতালিতে সর্বোচ্চ বেতন কত:

সাধারণত নতুন অবস্থায় ইতালিতে সর্বোচ্চ বেতন পাওয়া যায় না। বেশিরভাগ প্রতিষ্ঠানেই বেসিক বা ন্যূনতম বেতন দিয়েই কাজ শুরু করতে হয়। পরবর্তীতে যোগ্যতা, পরিশ্রম ও অর্জিত অভিজ্ঞতা ভেদে সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি পায়।

ইতালি সরকার কর্তৃক কোনো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত নেই। তবে ইতালিতে আনুমানিক সর্বোচ্চ বেতন ৪৫০০ ইউরো থেকে ৫৬০০ ইউরো পর্যন্ত হতে পারে। গড়ে ইতালির মিলান শহরে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। যার গড় সর্বোচ্চ বেতন দাঁড়ায় ৪২৪০ ইউরো।

ইতালিতে বাংলাদেশিদের বেতন কত:

ইতালিতে কোনো সরকারি বেতন কাঠামো না থাকায় সকল বাংলাদেশির বেতন এক নয়। কাজ, দক্ষতা, পরিশ্রম ও প্রতিষ্ঠানভেদে তাদের সকলের উপার্জিত অর্থের পরিমাণ ভিন্ন। তবে গড়ে একজন বৈধ বাংলাদেশি ইতালীয় প্রবাসী প্রতি মাসে ৮০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।

ইতালিতে কোন কাজের বেতন কত:

ইতালিতে কাজের প্রচুর চাহিদা থাকলে ও সরকারি ভাবে বেতন সংশ্লিষ্ট স্পষ্ট কোনো কাঠামো না থাকায় প্রায়শই কর্মীরা নানা রকমের দ্বিধা দ্বন্দ্বে ভোগেন।  তাই কোন কাজের বেতন কত পর্যন্ত হয়ে থাকে তা জানতে আমাদের নিচের দেয়া তালিকাটি অনুসরণ করতে পারেন।

  • সাধারণ শ্রমিকদের জন্য প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ১৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কৃষি কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে সর্বোচ্চ ২১০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ড্রাইভিং কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ১০০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কনস্ট্রাকশনের কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • জাহাজের কর্মী হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ১৫০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • রেস্তোরাঁর কর্মী হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ইলেকট্রিশিয়ান হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ২০০০ ইউরো থেকে ৪০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • মার্কেটিং কর্মী হিসেবে প্রতি মাসে বেতন ২০০০ ইউরো থেকে ৩৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ফুড প্যাকেজিং কাজে প্রতি মাসে বেতন ৬৫০ ইউরো থেকে ৮০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কোম্পানির কাজে বেতন ৮০০ ইউরো থেকে ৫০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

নোট: বাংলাদেশের প্রেক্ষাপটে ইতালির বেতন কাঠামো গ্রহণযোগ্য হলেও, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন বেতনের পরিমাণ কম হয়ে থাকে।

উদাহরণস্বরূপ, যেখানে জার্মানি ও ফ্রান্সের সর্বনিম্ন বেতন যথাক্রমে ১৬০০ ইউরো ও ১৫০০ ইউরো থেকে শুরু, সেখানে ইতালিতে সর্বনিম্ন বেতন ৮০০ ইউরো থেকে শুরু, যা তুলনামূলক অনেকটাই কম।

ইতালিতে কোন কাজের বেতন বেশি

ইতিহাস, ঐতিহ্য ও শিল্পস্থাপত্যে সমৃদ্ধ শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। তাই অনেক মানুষের কাছেই জীবিকা নির্বাহ ও সুরক্ষিত আবাসনের জন্য অন্যতম প্রথম পছন্দ ইতালি।

ইতালিতে যেসব কাজের জন্য সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় সেগুলো হচ্ছে:

  • আইনজীবী
  • ইঞ্জিনিয়ার
  • অভিজ্ঞ মার্কেটার
  • চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
  • পাইলট সহ অন্যান্য এয়ারলাইন্স জব
  • ফাইন্যান্স ম্যানেজমেন্ট
  • বিজনেস ম্যানেজমেন্ট
  • ম্যানেজমেন্ট
  • আইটি
  • ডেটা ইঞ্জিনিয়ারিং
  • ডাক্তার ও
  • নার্সিং

আপনি যদি এসব ফিল্ডে অভিজ্ঞ হন তাহলে ইতালিতে গিয়ে অনেক উচ্চ বেতন পেতে পারেন। কারণ এসব কাজের জন্য অনেক দক্ষতা অর্জন করতে হয়। সমগ্র ইউরোপেই এসব কাজের চাহিদা ব্যাপক। তবে আপনার উক্ত কাজের জন্য অবশ্যই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায় এসব কাজ করতে পারবেন না।

ইতালিতে কোন কোন কাজের চাহিদা বেশি

ইতালি দেশটিতে পর্যাপ্ত শ্রমিক নেই তাই শ্রমিকের চাহিদাই এখানে সর্বোচ্চ। তবে শ্রমিকদের মধ্যে কিছু পেশার চাহিদা সবচেয়ে বেশি।  সেগুলো হচ্ছে:

  • ইলেকট্রিশিয়ান
  • কনস্ট্রাকশন কর্মী
  • মেকানিক
  • প্লাম্বার বা জলের কল, চৌবাচ্চা, পাইপ ফিটিং মিস্ত্রি
  • গাড়ির ড্রাইভার
  • কৃষি শ্রমিক
  • ফুড প্যাকেজিং কর্মী
  • রেস্টুরেন্ট কর্মী ও
  • সেলসম্যান
  • পরিচ্ছন্নতা কর্মী
  • ফুড অ্যান্ড প্যাকেজ ডেলিভারির কাজ

বর্তমানে এই কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি। আর এসব কাজে দক্ষতা থাকলে একজন গড় ইতালি প্রবাসীর থেকেও অনেক বেশি উপার্জন করা সম্ভব।

ইতালিতে কত ঘণ্টা কাজ করতে হয়:

ইতালিতে আপনাকে প্রতিদিন ৮ ঘণ্টা ও সপ্তাহে ৫ দিন কাজ করতে হবে। আপনি কত ঘণ্টা কাজ করবেন তার অনেকটাই আপনার নিয়োগদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। তবে ইতালির শ্রম আইন অনেক কঠোর। তাই প্রতি সপ্তাহে আপনাকে সাধারণত ৪০-৪৮ ঘণ্টা কাজ করতে হবে এবং ২ দিনের সাপ্তাহিক ছুটি পাবেন। আপনি চাইলে অধিক সময় কাজ করে অধিক অর্থ উপার্জনেরও সুযোগ থাকবে।

ইতালিতে প্রতি ঘন্টায় বেতন কত

ইতালিতে সাধারণত ঘণ্টা প্রতি হিসাব করে মাসিক বেতন নির্ধারণ করা হয়। ইতালিতে সকল অর্থনৈতিক খাতে গড়ে ১৮.৪ ইউরো ঘণ্টা প্রতি বেতন বলা হয়, তবে বাস্তবে কিছুটা ভিন্নতা রয়েছে। অভিজ্ঞতা ও কাজের ধরন ভেদে আপনি ৮ ইউরো থেকে ১০ ইউরো পর্যন্ত ঘণ্টা প্রতি বেতন আশা করতে পারেন। এবং যা সর্বোচ্চ ১৫ ইউরো/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে অনেক অবৈধ শ্রমিক অনেক কম মজুরিতেও কাজ করে থাকেন। বাংলাদেশি অবৈধ শ্রমিকদের ঘণ্টা প্রতি ৩ ইউরো থেকে ৫ ইউরোতেও কাজ করার নজির রয়েছে।

ইতালিতে পড়াশোনা করে কি পার্ট টাইম কাজ করা যায়

প্রতি বছর উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী ইতালিতে যান এবং নিজেদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ব্যয় মেটাতে পার্টটাইম কাজ খোঁজেন।

ইতালিতে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করা যায়, তবে সেক্ষেত্রে ইতালি সরকারের নির্ধারিত নিয়ম মেনে কাজ করতে হবে। তাদের দেওয়া নিয়ম অনুসারে, আপনি প্রতি সপ্তাহে পড়াশোনার পাশাপাশি ২০ ঘণ্টা কাজ করতে পারবেন। বছরে সর্বমোট ২৪০ দিন এবং ঘণ্টায় সর্বোচ্চ ১০৪০ ঘণ্টা প্রতি বছর কাজ করতে পারবেন।

ইতালিতে পার্ট টাইম জব পাওয়া কি কঠিন:

আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন, পাশাপাশি ভাষাগত জটিলতা না থাকে এবং কিছুটা কাজের অভিজ্ঞতা থাকে, তবে ইতালিতে পার্ট-টাইম জব পাওয়া কঠিন কিছু নয়।

তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা ও কাজের অভিজ্ঞতা না থাকলে পার্ট-টাইম কাজ পাওয়া কঠিন হতে পারে।


আরো পড়ুন

আমাদের শেষ কথা:

ইতালিতে কাজ করার সময় আপনারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পূর্বপ্রস্তুতি থাকলে আপনি সহজেই কিছু সমস্যা থেকে দূরে থাকতে পারবেন বা সহজেই সমাধান করতে পারবেন।

ইতালিতে কাজ করার চ্যালেঞ্জ:

ভাষা: ইতালিতে কাজ করার জন্য ইতালীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। ইতালির মানুষ নিজের ভাষাকেই বেশি প্রাধান্য দেয়। শুধুমাত্র ইংরেজি ভাষার ওপর নির্ভর করলে সমস্যার সম্মুখীন হতে পারেন।

জীবনযাত্রার ব্যয়: ইতালিতে আয় যেমন বেশি, তেমনি জীবনযাত্রার জন্য ব্যয়ও বাংলাদেশের থেকে অনেক বেশি। তাই শুরু থেকেই আপনাকে প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে হবে।

বৈষম্য: ইতালিতে অনেক সময় কিছুটা বর্ণবাদী আচরণ লক্ষ্য করা যায়। কঠিন শ্রম আইনের পরেও অনেক সময় কিছু কর্মী বৈষম্যের শিকার হয়। এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং শ্রম আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।

LGBTQ: LGBTQ সমর্থক গোষ্ঠী থেকে দূরে থাকবেন। এসব সমাজবহির্ভূত কাজ ও সমর্থক গোষ্ঠী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top